![]() |
| ছবি : সংগৃহীত |
বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের প্রভাব এবার দেশের বাজারেও পরিষ্কারভাবে দেখা গেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ভরিতে ১,৩৫৩ টাকা কমানোর সিদ্ধান্ত জানায়। এই নতুন মূল্য তালিকা ২১ নভেম্বর শুক্রবার থেকে কার্যকর হয়েছে এবং সোমবার (২৪ নভেম্বর) পর্যন্ত একই দাম বহাল ছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশের বাজারেও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার মূল্য নির্ধারণ কমিটির সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়।
সংশোধিত মূল্য অনুযায়ী, এখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। অর্থাৎ ভরিপিছু ১,৩৫৩ টাকা কমেছে।
এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৩১৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপিছু বিক্রি হচ্ছে ১ লাখ ৪১ হাজার ৬৪৭ টাকায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি দোকানে এই মূল্য বহাল থাকবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের ৬% নির্ধারিত মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে ১৯ নভেম্বর বুধবার বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল, সেদিন ভরিপিছু ২,৬১২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৯ হাজার ৫২০ টাকায়।
স্বর্ণের নতুন দামের সাথে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার এক ভরি বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরিপিছু পাওয়া যাচ্ছে ২,৬০১ টাকায়।
