ভূমিকম্পের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত


ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (২৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ক্লাস, পরীক্ষাসহ সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি ছাত্রদের হলে আর না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশজুড়ে অস্থির পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলেজ বন্ধ রাখা ছাড়া উপায় ছিল না। যদিও নির্দেশ দেওয়ার পরও কিছু শিক্ষার্থী এখনো হলে অবস্থান করছে।

অধ্যক্ষ জানান, পরিস্থিতি উন্নতি হলে যথাসময়ে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন