![]() |
| ছবি : সংগৃহীত |
বিশ্ববাজারে দামের পতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। স্বর্ণের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার সংগঠনটি এক ঘোষণায় জানায়, প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৩৫৩ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব জুয়েলারি দোকানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য তালিকাই কার্যকর থাকবে।
নতুন স্বর্ণের দাম
শুক্রবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম হবে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা, যেখানে বৃহস্পতিবার দাম ছিল ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। অর্থাৎ ভরিপ্রতি কমেছে ১,৩৫৩ টাকা।
অন্যান্য ক্যারেটের দাম হলো—
- ২১ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৭১৩ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৭০ হাজার ৩৩২ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৪১ হাজার ৬৫৯ টাকা
স্বর্ণ বিক্রয়ের সময় সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস ঠিক করা ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার কারুকাজ ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে মাত্র একদিন আগে বুধবার (১৯ নভেম্বর), ভরিপ্রতি ২ হাজার ৬১২ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়ায় ২ লাখ ৯ হাজার ৫২০ টাকায়।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার মূল্য আগের মতোই রয়েছে।
- ২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা
- ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
- ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
- সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা
