![]() |
| ছবি : সংগৃহীত |
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ কেঁপে ওঠায় কয়েক সেকেন্ডের জন্য মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ এবং কম্পনের উৎস ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, কম্পন খুব বেশি সময় স্থায়ী না হলেও এর প্রভাব যথেষ্ট অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়া ভারতের কিছু এলাকাতেও কম্পন টের পাওয়া গেছে।
ঢাকার অনেক বাসিন্দা জানান, কম্পনের ঝাঁকুনি এতটা শক্তিশালী ছিল যে খাট, টেবিলের বইপত্রসহ ঘরের জিনিসপত্র নড়ে ওঠে। কেউ কেউ ভয় পেয়ে দ্রুত নিচে নেমে যান। আকস্মিক এই কম্পন মানুষকে বেশ উৎকণ্ঠায় ফেলে দেয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)–ও নিশ্চিত করেছে যে ভূমিকম্পটির মাত্রা ৫.৭ এবং উৎসস্থল ছিল নরসিংদী অঞ্চল।
