![]() |
| ছবি : সংগৃহীত |
নতুন সরকারি বেতন কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে আজ বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমিশনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের সচিবরাও আলোচনায় উপস্থিত থাকবেন।
এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক খাত, সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এসব বিবেচনা করেই কমিশন একটি সমন্বিত সুপারিশ চূড়ান্ত করবে। বৈঠকের সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রধান জাকির আহমেদ খান।
কমিশনের সূত্রের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামোর খসড়া তৈরির প্রায় অর্ধেক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এর আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনা করে তাদের মতামত সংগ্রহ করা হয়। বর্তমানে সেই প্রস্তাবগুলো যাচাই-বাছাই চলছে। সচিবদের সঙ্গে বৈঠকে নতুন কাঠামোর সম্ভাব্য ধরন, বাস্তবায়নের সময়সীমা এবং অতিরিক্ত সুবিধা নিয়ে বিস্তারিত মতবিনিময় হবে।
অন্যদিকে সরকারি চাকরিজীবীরা সচিবদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তাদের ধারণা, আলোচনার পর কমিশন দ্রুতই চূড়ান্ত সুপারিশ প্রকাশ করবে। তবে কর্মচারী নেতারা পে কমিশনকে ৩০ নভেম্বরের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ না এলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। পাশাপাশি নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতিও চলছে।
