![]() |
| ছবি : সংগৃহীত |
নবম পে-স্কেল তৈরির জন্য প্রয়োজনীয় মতামত সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছে সরকারি কর্মকমিশন (পে-কমিশন)। এরই মধ্যে চার দফায় বিভিন্ন মন্ত্রণালয়ের ৭০ জনেরও বেশি সচিবের সঙ্গে আলাদা বৈঠক করে তাদের মতামত ও সুপারিশ সংগ্রহ করা হয়েছে।
পে-কমিশন সূত্র জানায়, সচিবরা অযৌক্তিক বা অতিরঞ্জিত কোন প্রস্তাব দেননি; বরং তারা বাস্তবসম্মত, কার্যকর ও প্রয়োগযোগ্য মতামত দিয়েছেন। অনলাইনে মত গ্রহণের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রায় আড়াই শতাধিক প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে আলোচনাও সম্পন্ন হয়েছে।
সর্বশেষ বৈঠকগুলোতে সচিবদের পাওয়া মতামতগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে, যা চূড়ান্ত সুপারিশ প্রণয়নে বড় ভূমিকা রাখবে বলে কমিশন জানিয়েছে।
কমিশনের এক কর্মকর্তা গোপনীয়তার শর্তে বলেন, সচিবদের সকলকে একসঙ্গে আলোচনা সভায় পাওয়া কঠিন ছিল। তাই ধাপে ধাপে বিভিন্ন সময়ে সভা আয়োজন করে মতামত নেওয়া হয়েছে। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশগুলো এখন বিশ্লেষণ করা হচ্ছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবে।
কমিশন সদস্যরা জানান, নবম পে-স্কেল সুপারিশ চূড়ান্ত করার কাজ দ্রুতগতিতে চলছে এবং ইতোমধ্যে অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে। বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে সর্বনিম্ন বেতন কাঠামো পুনর্বিবেচনা এবং বেতনগ্রেড পুনর্গঠনের ওপর।
