![]() |
| ছবি : সংগৃহীত |
ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক ঢাকা টাইমস-এর সিনিয়র প্রতিবেদক মো. মুজাহিদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (ওরফে হাসিব)। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার (৬ নভেম্বর) মুজাহিদুল আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, গতকাল বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে হাসিবুল তার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তিনবার ফোন করেন এবং দুটি অডিও বার্তা পাঠান—যেগুলোতে তাকে উদ্দেশ্য করে কৌশলে ভয়ভীতি প্রদর্শন ও মারাহানি করার প্রলোভন দেয়া হয় বলে সাংবাদিক দাবি করেছেন। মুজাহিদুল উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা; আর হুমকিদের বাড়ি আলফাডাঙ্গা পৌরসভার নোয়াপাড়া মহল্লায়।
বিবরণে মুজাহিদুল বলেন—সম্প্রতি তিনি একটি সংবাদ প্রকাশ করেন, যেখানে আলফাডাঙ্গা পৌর বিএনপির নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের পদধারী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সেই প্রসঙ্গেই তিনি আরও উল্লেখ করেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য নুরুল হাসান মিয়ার ছোট ভাইকে হঠাৎ করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে—এ নিয়ে তিনি সংবাদে প্রশ্ন তুলেছিলেন। এই সংবাদ প্রকাশের পরই প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করে বলে জিডিতে উল্লেখ আছে।
জিডিতে আরও বলা হয়েছে, প্রতিপক্ষ কর্তৃক পাঠানো অডিওতে ব্যক্তিগত আক্রমণ ও প্রাণনাশের সুর পাওয়া গেছে—সেখানে সাংবাদিককে নানাভাবে ভয় দেখিয়ে ‘তোর হাড়-ভাঙা’ এবং ‘বিভিন্ন স্থানে ধরে এনে ঝুলিয়ে রাখার’ মতো কথাও বলা হয়। এই হুমকির কারণে মুজাহিদুল এবং তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছেন বলে জিডিতে লেখা আছে।
হাসিবুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিএনপির নেতা; আর মুজাহিদুল ছাত্রলীগ করেছে—এ কারণেই সংবাদে তাকে নিয়ে অভিযোগ করা হয়েছে বলে তার ব্যাখ্যা। তিনি দাবি করেন যে, প্রকাশিত অডিওটি সম্পাদিত (কাটাছাঁটা) করা হয়েছে এবং সেটিতে তার কথাগুলো বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে; তিনি কাউকে প্রাণনাশের হুমকি দেননি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম বলেন, সাংবাদিকের করা জিডি আমরা পেয়েছি এবং এ বিষয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
