আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে ইতিহাস লিখল বাংলাদেশ

ছবি : সংগৃহীত


আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। ব্যাট হাতে দেখাচ্ছে দাপট, যেন রান উৎসব চলছে সিলেটে। জোড়া সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরির দারুণ প্রদর্শনে এবার নতুন রেকর্ড গড়ে ফেলেছে টাইগাররা—দেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড!

নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি তুলে ফিরে গেলেও ততক্ষণে রেকর্ডের ভিত্তিটা পাকা হয়ে গেছে। তার পরপরই মেহেদী হাসান মিরাজও ফিরে যান, তবে তখন বাংলাদেশের সংগ্রহ ৫৬২ রান—অর্থাৎ আগের সব রেকর্ড পেছনে ফেলে দিয়েছেন শান্ত-মিরাজরা। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৬০ রানই ছিল দেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।

তবে বিশ্বমঞ্চে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা এখনো বিদেশের মাটিতেই। ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে ৬৩৮ রান করেছিল মুশফিক-তামিমরা। এরপর ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ডিক্লেয়ার করেছিল বাংলাদেশ, যদিও শেষ পর্যন্ত সে ম্যাচে হেরে যায়। আর ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে নাজমুল শান্তর নেতৃত্বে ৫৬৫ রান তুলেছিল দলটি।

আজ সিলেট টেস্টের তৃতীয় দিনে ১৩৮তম ওভার শেষে বাংলাদেশ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৫৭৫ রানে—দেশের মাটিতে তৃতীয় সর্বোচ্চ নয়, বরং ইতিহাসের তালিকায় উঠে এসেছে শীর্ষ তিনে। ওয়েলিংটন আর গলের রেকর্ড এখন সামনে, ইনিংস শেষে টাইগাররা হয়তো সেগুলোও টপকে নতুন ইতিহাস লিখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন