মহাকাশে কেন ইঁদুর পাঠাল চীন ?

ছবি : সংগৃহীত


চীন প্রথমবারের মতো তিনজন নভোচারীর সঙ্গে চারটি ইঁদুরকে মহাকাশে পাঠিয়েছে। বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে ৩১ অক্টোবর রাতে জিয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ‘শেনঝো–২১’ নামের মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে, এই নভোচারীরা প্রায় ছয় মাস তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। সেখানে তারা মোট ২৭টি বৈজ্ঞানিক পরীক্ষা ও গবেষণা সম্পন্ন করবেন। অন্যদিকে, মহাকাশে পাঠানো চারটি ইঁদুরের দল—দুটি পুরুষ ও দুটি স্ত্রী—পাঁচ থেকে সাত দিনের মধ্যে পৃথিবীতে ফিরে আসবে।

উৎক্ষেপণের মাত্র তিন ঘণ্টা ৩০ মিনিট পর ‘শেনঝো–২১’ সফলভাবে তিয়াংগং স্টেশনের সঙ্গে যুক্ত হয়। মিশনে অংশ নেওয়া নভোচারীরা হলেন—কমান্ডার ঝাং লু, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেই এবং পে-লোড স্পেশালিস্ট ঝাং হংঝাং। তারা স্টেশনে অবস্থানকালীন বৈজ্ঞানিক গবেষণা, রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবেন।

গবেষণায় অংশ নেওয়া ইঁদুরগুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করা হবে—মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি বা ক্ষুদ্র মাধ্যাকর্ষণ প্রাণী ও মানবদেহের ওপর কীভাবে প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, এটি চীনের মহাকাশ গবেষণায় নতুন এক অধ্যায়ের সূচনা করবে।

উল্লেখ্য, ২০২১ সালে চীন তিয়াংগং মহাকাশ স্টেশন নির্মাণের পর থেকে নিয়মিতভাবে প্রতি ছয় মাস অন্তর নভোচারী পাঠাচ্ছে। এবারকার মিশনটি ছিল দেশটির সপ্তম মানব মহাকাশ অভিযান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন