অবশেষে দাবি মেনে নিল সরকার, বাড়িভাড়া ভাতা বাড়ছে শিক্ষকদের

ছবি : সংগৃহীত


আন্দোলনের মুখে অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হিসেবে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা করেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করতে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। নতুন এ ভাতা প্রদানের ক্ষেত্রে মূল বেতনের ৫ শতাংশ হার প্রযোজ্য হবে, তবে ন্যূনতম ভাতা হবে ২ হাজার টাকা।

এতে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী জাতীয় বেতন কাঠামোর সঙ্গে এই ভাতা সমন্বয় করতে হবে। একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১, মাদ্রাসা নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য ডিপ্লোমা নীতিমালা ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান মেনে ভাতা প্রদান করতে হবে।

এ ছাড়া প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, এ ভাতা বৃদ্ধির জন্য কোনো বকেয়া প্রাপ্য হবে না। ভাতা প্রদানের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে এর দায়ভার সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষের ওপর বর্তাবে। প্রশাসনিক মন্ত্রণালয়কে জি.ও জারি করে সেটির চারটি অনুলিপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে।

এই সিদ্ধান্ত ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে শিক্ষকরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন। শনিবার তারা অনশন কর্মসূচির পাশাপাশি কালো পতাকা মিছিলও করেন। রোববার দুপুরে তারা থালা-বাটি হাতে ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছিলেন। এর ঠিক আগেই সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন