ঐকমত্য কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির নেতা সালাহউদ্দিন

ছবি : সংগৃহীত


জাতীয় ঐকমত্য কমিশন আসলে ঐকমত্য নয়, বরং অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় কমিশনের কর্মকাণ্ড শেষ হওয়ায় তিনি তাদের ধন্যবাদ জানালেও বলেন, কমিশন যে সুপারিশগুলো প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, সেখানে জুলাই জাতীয় সনদের মূল চেতনা ও স্বাক্ষরিত সনদের সীমা অতিক্রম করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, সেই সনদে স্পষ্টভাবে কিছু ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ যুক্ত ছিল। সেখানে বলা ছিল, কোনো দল নির্বাচনে জনগণের ম্যান্ডেট পেলে নিজেদের ইশতেহার অনুযায়ী সেই মতামত বাস্তবায়ন করতে পারবে। কিন্তু আজ যে সুপারিশমালা প্রকাশ করা হয়েছে, সেখানে এসব ভিন্নমতের উল্লেখ একেবারেই বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত আশ্চর্যের বিষয়।

তিনি আরও বলেন, কমিশনের প্রস্তাবে এখন বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন করা যেতে পারে। কিন্তু এই প্রস্তাবের সঙ্গে একেবারে নতুন একটি ধারণা যুক্ত করা হয়েছে—‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে একটি সংস্থা গঠনের প্রস্তাব। এই বিষয়টি আগে কখনো ঐকমত্য কমিশনের আলোচনায় আসেনি, আলোচিতও হয়নি, তাই এর কোনো ঐকমত্য নেই বলেই মন্তব্য করেন বিএনপির এই নেতা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন