![]() |
| ছবি : সংগৃহীত |
সৌদি আরবে হিজরি মাস রবিউস সানীতে এবার রেকর্ডসংখ্যক মানুষ ওমরাহ পালন করেছেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এক মাসেই ওমরাহ সম্পন্ন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি তীর্থযাত্রী—যা এখন পর্যন্ত অন্যতম সর্বোচ্চ মাসিক সংখ্যা।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের যৌথ প্রতিবেদনে বলা হয়, এই বিপুল সংখ্যার মধ্যে প্রায় ১৫ লাখ তীর্থযাত্রী বিদেশ থেকে এসেছেন, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে আগমন করেন পবিত্র এই ইবাদত পালনের জন্য।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তীর্থযাত্রীদের সেবা মান আরও উন্নত করতে মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে কাজ করছে। তারা এমন নতুন ডিজিটাল ও প্রশাসনিক সেবা চালু করছে, যাতে আগমনের পরিকল্পনা থেকে শুরু করে ওমরাহ শেষে নিরাপদে দেশে ফিরে যাওয়া পর্যন্ত পুরো যাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়।
কর্তৃপক্ষের মতে, ওমরাহযাত্রীদের এই বৃদ্ধি সম্ভব হয়েছে সৌদি আরবের আধুনিক প্রযুক্তি, উন্নত লজিস্টিক ব্যবস্থাপনা ও মানসম্মত সেবা প্রদানের ফলে। এসব উদ্যোগের কারণে হজ ও ওমরাহ এখন আগের তুলনায় অনেক বেশি নিরাপদ, দ্রুত ও আরামদায়ক হয়ে উঠেছে।
এই অগ্রগতি সৌদি ভিশন ২০৩০-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য — দুই পবিত্র মসজিদে প্রবেশ সহজ করা, তীর্থযাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং বিশ্ব মুসলমানদের জন্য আধ্যাত্মিকভাবে আরও পরিপূর্ণ পরিবেশ তৈরি করা।
