![]() |
| ছবি : এআই |
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে চারটি বিদেশি দেশকে তদন্তে যুক্ত করা হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল শিগগিরই বাংলাদেশে এসে আগুনের সূত্রপাত ও দায় নির্ধারণে সহায়তা করবে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে, তাদের ব্যর্থ বলা যাবে না। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট মাত্র চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়, আর ফায়ার সার্ভিসের দলও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, কারণ সেখানে খাদ্যপণ্য ছিল বেশি, কেমিক্যাল নয়।”
তিনি আরও জানান, বিমানবন্দরের ইলেকট্রনিক গেটগুলো দ্রুত চালু করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যাগুলো দূর করতে সরকার পদক্ষেপ নিচ্ছে।
ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটিই কার্গো ভিলেজের আগুনেও কাজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। যেমন : আমরা ঘরে যে পোশাক পরি, সেটা পরে আত্মীয়ের বাড়িতেও যেতে পারি।”
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
