ব্যাটারদের ব্যর্থতায় ভরাডুবি, মুখ খুললেন অধিনায়ক লিটন দাস

ছবি : সংগৃহীত


এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ব্যর্থতার কারণ হিসেবে ব্যাটিং লাইনআপের দুরবস্থাকেই দায়ী করেছেন অধিনায়ক লিটন দাস। তার মতে, দলের ব্যাটাররা বারবার একই ভুল করছেন, অথচ উন্নতির কোনো চেষ্টা চোখে পড়ছে না।

জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী থেকে শুরু করে তাওহীদ হৃদয়—কারও ব্যাটেই আশার আলো নেই। দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হারের পর লিটন বলেন,

“আমাদের বোলাররা টানা কয়েকটি সিরিজেই ভালো করছে। কিন্তু দুঃখজনকভাবে ব্যাটসম্যানরা পারফর্ম করতে না পারায় সেই পরিশ্রমের ফল আমরা পাচ্ছি না।”

চট্টগ্রামের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, “এখানে ১৫০ রান তেমন বড় স্কোর নয়। আমরা যখন ভালো শুরু পেয়েছি, তখনই কেউ না কেউ আউট হয়ে গেছি। যদি কেউ শেষ পর্যন্ত টিকে থাকতে পারত, তাহলে ফলটা ভিন্ন হতে পারত।”

নিজের ব্যাটিং নিয়েও আত্মসমালোচনা করে লিটন বলেন, “আমাদের শিখতে হবে কীভাবে সেট হওয়ার পর দীর্ঘ সময় ব্যাট করতে হয়। আমি নিজেও অন্তত ১২-১৩ ওভার পর্যন্ত টিকে থাকতে পারতাম, সেটা হয়নি।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন