![]() |
| ছবি : সংগৃহীত |
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সীমান্তবর্তী শহর স্পিন বোলদাকে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। ভয়াবহ এই হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও প্রায় ১৭০ জন আহত হয়েছেন।
শহরটি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তের কাছাকাছি হওয়ায় এ এলাকা দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু।
তোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা জানিয়েছেন, নিহতদের সবাই সাধারণ মানুষ। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা সংঘর্ষের পর দুই দেশের সেনাবাহিনী ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে গিয়েছিল। কিন্তু ১৭ অক্টোবর স্থানীয় সময় দুপুরে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান নতুন করে বিমান হামলা চালায়।
হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া হাজি বাহরাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমি জীবনে এমন অন্যায় কখনও দেখিনি। যারা নিজেদের মুসলমান বলে দাবি করে, তারা কীভাবে নারী ও শিশুদের ওপর হামলা চালায়?”
হামলায় নিহতদের মরদেহ পরে স্পিন বোলদাক জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। শত শত মানুষ জানাজা ও দাফনে অংশ নেন, শোক ও ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনগণ।
