![]() |
| ছবি : সংগৃহীত |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কাজের সময় কমিয়ে দেওয়া হবে।
রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “অনেকে বলে জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখবে। কিন্তু এত তালা কেনার টাকা আমাদের কোথায়?” — এভাবে তিনি সমালোচনার জবাব দেন।
ডা. শফিকুর রহমান জানান, মায়েরা সন্তান জন্ম দেন, দুধ খাওয়ান, সন্তান লালন-পালন করেন— পাশাপাশি পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন। তাই নারী-পুরুষের জন্য সমান ৮ ঘণ্টার কর্মসময় রাখা নারীদের প্রতি অন্যায়।
তিনি বলেন, “ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমানো হবে। ৮ ঘণ্টার বদলে হয়তো ৫ ঘণ্টা করা যেতে পারে।”
একই অনুষ্ঠানে জামায়াত আমির আরও বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের ন্যায়সঙ্গত রায় দেখতে চায়। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকার এসব ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন করবে।
এ ছাড়া তিনি দেশে বিনিয়োগের সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতিও দেন।
